১ ডিসেম্বর উন্মোচিত হবে অনার ৬০ সিরিজ

২৩ নভেম্বর, ২০২১ ০২:৪১  
অনার প্রেমীদের প্রতীক্ষার প্রহর শেষ হতে যাচ্ছে। আগামী ১ ডিসেম্বর উন্মোচিত হতে যাচ্ছে অনার ৬০ সিরিজের স্মার্টফোন। সোমবার এক টিজারে উন্মোচনের তারিখ প্রকাশ করেছে কোম্পানিটি। খবর জিএসএম এরিনা। টিজার থেকে এটা পরিস্কার যে, নতুন সিরিজ পূর্বের কসমিক থিমে আসছে। ফলে ফোনের ক্যামেরায় অ্যাস্টোফটোগ্রাফি মোড থাকবে এটি অনেকটাই নিশ্চিত। ধারণা করা হচ্ছে, ভ্যানিলা, অনার ৬০ প্রো এবং এসই, এই তিনটি মডেলে দেখা যাবে নতুন সিরিজটি। বিভিন্ন সূত্র দাবি করছে, প্রো মডেলটিতে থাকবে স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর। সাথে থাকবে ১০০ ওয়াট কিংবা তারও বেশি ক্ষমতার চার্জিং প্রযুক্তিসহ ৪৫০০ এমএএইচ ব্যাটারি। তবে ভ্যানিলা মডেলটিতে ৬৬ ওয়াটের চার্জিং সুবিধা থাকতে পারে। বিস্তারিত জানতে অপেক্ষা করতে হবে আগামী সপ্তাহ পর্যন্ত। ডিবিটেক/বিএমটি